৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


সাগরতীরে বরফের আগ্নেয়গিরি! (ভিডিও)

- ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি সমুদ্র সৈকতে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের পরিবর্তে বরফের গুঁড়ো বের হচ্ছে। দেশটির মিশিগানের ওভাল সমুদ্র সৈকতের এমন ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মিশিগানের ন্যাশনাল ওয়েদার সার্ভিস গ্রান্ড র‌্যাপিড যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে, বরফের মধ্যে জেগে উঠছে ‘আগ্নেয়গিরি’! তবে এ আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে না বরং আগ্নেয়গিরি ফুঁড়ে উঠছে বরফ।

ওভালের ওই সৈকত ভরে রয়েছে বরফে। তার মধ্যেই কোনো কোনো জায়গায় ভলক্যানোর স্টাইলে ভেতর থেকে ওপরে উঠছে বরফের গুঁড়ো। তবে এ আইস ভলক্যানো এক ধরনের প্রাকৃতিক ঘটনা বলে জানা গেছে।

স্থানীয় আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বরফের চাদরের নিচে ঠাণ্ডা পানি ঢুকলে চাপের সৃষ্টি হয়। আর এ চাপের কারণে বরফের মধ্যে থাকা গর্ত দিয়ে বেরিয়ে আসে প্রবল ঠাণ্ডা পানি, যা মুহূর্তে জমে গিয়ে বরফে পরিণত হয়। এ আইস ভলক্যানোর কাছে যাওয়া বিপজ্জনক। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement